কৃষিখাতে ননী গোপালের আয় প্রায় সাড়ে ১৭ লাখ

Looks like you've blocked notifications!

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। তিনি ২০০৮ সালে মনোনয়ন পেয়ে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় পর এবার একই আসনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেয়ে ইসিতে হলফনামা জমা দেন এই প্রার্থী। হলফনামা বলছে, কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ১৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

ননী গোপালের হাতে নগদ ৩০ লাখ ১৩ হাজার ২৬৫ টাকা এবং ব্যাংকে রয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। উপহার হিসেবে পাওয়া ১৫ ভরি স্বর্ণের মালিক তিনি। 

স্থাবর সম্পদের মধ্যে জমি আছে ১১ লাখ ৬৫ হাজার ৩৫০ টাকার। আর তার স্ত্রীর নামে কৃষি জমি রয়েছে তিন দশমিক ৩৪ একর।

২০১৩ সালের হলফনামা অনুযায়ী ননী গোপাল মন্ডলের বার্ষিক আয় ছিল কৃষি খাতে ৩০ হাজার টাকা, ব্যবসা থেকে দেড় লাখ টাকা, সম্মানী চার লাখ টাকা, মৎস্য খামার থেকে দুই লাখ টাকা। 

২০০৮ সালের হলফনামা অনুযায়ী ননী গোপালের বার্ষিক আয় ছিল কৃষি খাতে ২৮ হাজার টাকা, ব্যবসা থেকে এক লাখ ২৪ হাজার টাকা, সম্মানী ১৮ হাজার টাকা (কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান), মৎস্য খামার থেকে দেড় লাখ টাকা। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।