চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন লন্টু

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বারে জজ আদালতের বিচারক বিচারপতি ইনায়েতুর রহিমের আদালত আপিল শুনানি শেষে  এই আদেশ দেন।

চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। গত ৪ ডিসেম্বর মনোনয়পত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সেখানেও মনোনয়নয়পত্র বাতিলের আদেশ বহাল তাকে। এরপর প্রার্থিতা ফিরে পেতে  তিনি হাইকোর্ট বিভাগে আপিল করেন। সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তাঁর প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু জানান, তিনি সবার কাছে দোয়া প্রার্থী । মানুষের অফুরন্ত ভালোবাসা আর দোয়ার বরকতে তিনি শেষ পর্যন্ত আাইনি লড়াই চালিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন।  এ বিজয় চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের জনগণের।

মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু বলেন, আপনারা আমার প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আজ অবধি ধৈর্যের সঙ্গে আমার পাশে থেকেছেন। আমার পক্ষে থেকেছেন। হাজার প্রলোভনেও আপনাদের নীতি-নৈতিকতা বিসর্জন দেননি। আমি শিগগিরই আসছি আপনাদের সঙ্গে মতবিনিময় ও মোলাকাতে। আগামী ৭ জানুয়ারি আমাদের এ ধৈর্যের  বিজয় হবে। সে বিজয় হবে আপনাদের। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা ছিল, আছে আর আগামীতেও থাকবে। আমি আপনাদের সন্তান। আপনারাই আমার নেতা, আমার অভিভাবক ও আমার পথ প্রদর্শক।

বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মীর্জ ময়েজ উদ্দিন আহমদের ছেলে এবং চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর্জা সুলতান রাজার ছোট ভাই।  তিনি ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির  সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী।