‘গলা নামিয়ে দেওয়ার’ হুমকি, শাজাহান খানের ছেলে আসিবুরকে শোকজ

Looks like you've blocked notifications!
আসিবুর রহমান খানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে নেওয়া

মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খানকে শোকজের (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। ‘নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে গলা নামিয়ে দেওয়ার’ হুমকি দেওয়ায় আজ শুক্রবার (২২ ডিসেম্বর) তাকে এ নোটিশ দেওয়া হয়। আগামী রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, আপনার (আসিবুর) বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ১১ (৫) ও ১২ বিধির পরিপন্থি।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিচারকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন। আসিবুর রহমান খান জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য।

এর আগে গত সোমবার রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টেকেরহাট এলাকায় যান আসিবুর। ওই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের প্রচারণায় গিয়ে নৌকার বিপক্ষে কথা না বলতে ভোটরদের শাসান তিনি। তার দেওয়া বক্তব্যের দুই মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

ওই ভিডিওতে ভোটারদের উদ্দেশে আসিবুরকে বলতে শোনা যায়, ‘নৌকার বাইরে যদি একজনও কোনো রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই, আপনাদের গলা আমরা কীভাবে নামাব, সেটা আমরা ভালো করেই জানি।’