মানুষ সকালে নাশতা না খেয়েই ভোট দিতে আসবে : শামীম ওসমান

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, মানুষের কাছে মিডিয়া হচ্ছে একটা সেকেন্ড পার্লামেন্ট। আমি যা খুলে বলতে পারি না, মিডিয়া তা পারে। নিশ্চিত থাকেন মানুষ সকালে নাশতা না খেয়েই ভোট দিতে আসবে। বড় বড় কিছু লোক, বড় বড় কিছু সুশীল- ওরা দেশ বিক্রি করে খায়। সাধারণ মানুষ দেশ বিক্রি করে খায় না, তারা জমি বিক্রি করে খায়।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর, তল্লাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারকালে শামীম ওসমান এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেত্রী ও নাসিক মেয়র আইভী প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এখনও হয়তো নামে নাই, সামনে হয়তো নামবে! আমাদের লিস্টেড কর্মী আছে এক লাখের ওপর। যদি তারা ও তাদের পরিবার ভোট দেয়, তাও আমি সাড়ে তিন লাখ ভোট পেয়ে যাব।

শামীম ওসমান বলেন, এর আগে নিষিদ্ধপল্লী উচ্ছেদ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং মুক্ত করতে চাই। মানুষ আমার কাছে বলে, আপনি অনেক কিছু করেছেন। আপনাকে আমরা এমনিই ভোট দিব। মানুষ সন্তুষ্ট কিন্তু আমি সন্তুষ্ট নই। আমি আরও কাজ করতে চাই, যাতে মৃত্যুর পর আমাকে মনে রাখে।