চট্টগ্রাম-১৫ আসন

নৌকাবিরোধীদের কেন্দ্র থেকে তাড়ানোর হুমকি কৃষকলীগনেতার

Looks like you've blocked notifications!
নৌকার প্রার্থী নদভীর নির্বাচনি সভায় বক্তব্য দিচ্ছেন কৃষকলীগনেতা মোস্তফা কামাল মিন্টু। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে নৌকার মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মেহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রচারণায় এবার  নৌকার বিরোধিতাকারীদের কেন্দ্র থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন এক কৃষকলীগনেতা।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে সোনাকানিয়া ইউনিয়নের আলুরঘাট এলাকায় এক নির্বাচনি সভায় নদভীর উপস্থিতিতে উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু এই হুমকি দেন।

এ সময় মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মেহাম্মদ নেজাম উদ্দিন নদভী ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আফসার চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ এরফান চৌধুরী, আব্দুল আলিমসহ স্থানীয় নদভী সমর্থকরা উপস্থিত ছিলেন।

কৃষকলীগনেতা মোস্তফা কামাল মিন্টু বলেন, ‘এখন যারা হাইব্রিড নৌকার বিরোধিতা করছে, তাদের ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেব। ঢুকতে দেব না। আমরা নৌকা প্রতীকে ভোট দেব।’

মোস্তফা কামাল মিন্টুর এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী এম এ মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়ক ডা. আ ম ম মনহাজুর রহমান বলেন, ‘আমাদের কর্মী ভোটারদের প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা তা নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছি।’ 

বিষয়ে মোস্তফা কামাল মিন্টুর বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে  যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এমন কথা সে বলতে পারে না। কারণ স্বতন্ত্র নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী নেতাদের অনুমতি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’