গুলি করার নির্দেশের অভিযোগ, ঝিনাইদহে নৌকার প্রার্থীর বিরুদ্ধে জিডি

Looks like you've blocked notifications!
ঝিনাইদহ সদর থানা (ইনসেটে জিডি)। ফাইল ছবি

ঝিনাইদহ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন। গালমন্দ করার সময় বডি গার্ডকে অস্ত্র বের করে গুলি করার নিদের্শ দেন বলে জিডিতে অভিযোগ তোলা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন উদ্দীন।

যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন অভিযোগ করেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চাকলা পাড়া মসজিদ মার্কেটে সামনে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী প্রথমে যুবলীগ কর্মী আহাদ আলীর জামার কলার চেপে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এমন সময় তিনি (জন) অফিস থেকে বের হয়ে আসেন। তখন তাহজীব আলম তাকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকেন। জনগণ অপনাকে ভোট না দিলে আমার কি করার আছে, এমন কথা বলা মাত্র জনকে গুলি করতে বডি গার্ডকে  নিদের্শ দেন তাহজীব। 

আশফাক আরও জানান, এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে আসে। এরপর উপস্থিত ঈগল প্রতীকের সর্মথকদের খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নৌকা প্রতীকের প্রার্থী। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আশফাক। আর এ ঘটনায় নির্বাচনি এলাকায় নতুন করে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর সর্মথকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সদর থানার ওসি শহীন উদ্দীন বলেছেন, এ সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়রি (নম্বর ১৬৭৭) গ্রহণ করা হয়েছে।