চাঁদপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে অর্থদণ্ড

Looks like you've blocked notifications!
চাঁদপুর-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থীর এক সমর্থককে জরিমানা করেছেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী। ছবি : এনটিভি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁদপুর-৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. সফিকুল আলম ফিরোজের কর্মীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে এই জরিমানা করেন।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ (৭) (১)-এর ‘গ’ ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে বলে জানান রেজোয়ানা চৌধুরী। 

রেজোয়ানা চৌধুরী জানান, উপজেলার মেহার কালীবাড়িতে আজ অভিযান পরিচালনা করা হয়। প্রচারণার সময় ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত অটোরিকশার চারপাশে লেমিনেটিং করা পোস্টার ঝুলিয়ে মাইকিং করানো হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ট্রাক প্রতীকের মাইকিং করা তৌহিদুল ইসলামকে জরিমানা করা হয়েছে।