ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলার অভিযোগ

Looks like you've blocked notifications!
ফরিদপুরে স্বতন্ত্রপ্রার্থী এ কে আজাদের একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছেন নৌকার কর্মীরা। ছবি : এনটিভি

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী এ কে আজাদের নির্বাচনি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ বলছে, পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকের হামলা হয়েছে। এতে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১৩ নং আসন ফরিদপুর সদর উপজেলা। এই আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়ছেন এ কে আজাদ। 

এ কে আজাদের কর্মী আশরাফ হোসেন, পরেশ চন্দ্রসহ প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো প্রচারণা শেষে আজ তারা মাহমুদপুর এলাকার নির্বাচনি কার্যালয়ে আলোচনা করছিল। এ সময় হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা নির্বাচনি কার্যালয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে তারা রামদা দিয়ে এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের মাথায় রামদা দিয়ে আঘাত করে। তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে, তাকে হাসপাতালে নেওয়া হয়।

গুরুতর আহত আব্দুর রহমানের স্ত্রী পারভিন বলেন, ‘আমার স্বামী অত্যন্ত ঠাণ্ডা মেজাজের মানুষ। নৌকা প্রতীকের লোকজনেরা রামদা দিয়ে তার মাথায় কোপ দিয়েছে। সে বাঁচবে কি না জানি না। আমি এই সন্ত্রাসী হামলার বিচার চাই।’ 

এ বিষয়ে ফরিদপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’