ময়মনসিংহে দুই প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ-৪ আসনে নির্বাচনি কার্যালয় ভাঙচুর নিয়ে দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। ছবি : এনটিভি

ময়মনসিংহ-৪ (সদর) আসনের স্বতন্ত্র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মোট তিনটি অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) ভোরের দিকে ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে। কার্যালয় ভাঙচুরের জন্য স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হক কাউকে দোষারোপ না করলেও নৌকা প্রতীকের প্রার্থী ট্রাক প্রতীকের কর্মীদের দিকে আঙুল তুলেছেন।
জানা গেছে, সদর উপজেলার মরাকুড়ি গ্রামে ভাঙচুর করা হয় ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হকের অস্থায়ী নির্বাচনি কার্যালয়। এ সময় সামিয়ানা ও পোস্টার ছিঁড়ে দুর্বৃত্তরা। আর সিটি করপোরেশনের আকুয়া নয়াপাড়া ও সদর উপজেলার দাপুনিয়া এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মোহিত উর রহমান শান্তর দুটি অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। 
নৌকা প্রতীকের প্রার্থী মোহিত উর রহমান শান্ত বলেন, ‘আমার যে দুটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে আমিনুল হকের সমর্থকরা জড়িত।’
অভিযোগের বিষয়ে আমিনুল হক বলেন, ‘আমার কেন্দ্রও ভাঙচুর করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, আমার ও নৌকার কেন্দ্র ভাঙচুরের সঙ্গে জড়িত যারই সমর্থক হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তদন্ত করে তাদেরকে খুঁজে বের করা হোক।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘নির্বাচনি কার্যালয় ভাঙচুর নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি। কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’