ব্যালট রক্ষায় প্রয়োজনে গুলি করতে পারবে পুলিশ : ফেনীর এসপি

Looks like you've blocked notifications!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট রক্ষার জন্য প্রয়োজনে পুলিশকে গুলি করার নির্দেশনা দেওয়া আছে বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান। তিনি বলেন, ‘কোনো ব্যালট বা ভোটের সরঞ্জাম যদি রক্ষা করতে হয় বা কোনো দুষ্কৃতকারী যদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া ওখানকার (ভোটকেন্দ্রের) প্রিজাইডিং অফিসার নির্দেশনা বা হুকুম দিলে পুলিশ গুলি করতে পারবে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় এসব কথা বলেন এই পুলিশ সুপার

এসপি জাকির হাসান বলেন, ‘এবার আমাদের ওপরও কড়া নির্দেশনা রয়েছে। যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার আইনশৃঙ্খলা বাহিনীকে এতখানি ক্ষমতা দেওয়া হয়েছে। এটির উদ্দেশ্য একটাই, ৭ জানুয়ারি যে ভোট হবে, তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’

সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এ সময় দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা ও দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম উপস্থিত ছিলেন।