অবশেষে ট্রাক প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান

Looks like you've blocked notifications!
সিলেট-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী মুহিবুর রহমান। ছবি : এনটিভি

উচ্চ আদালতের নির্দেশের পর অবশেষে ট্রাক প্রতীক পেয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র। তাকে প্রতীক বরাদ্দের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

জানা গেছে, মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদে থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। ইসিতে আপিলেও নামঞ্জুর হয় তার মনোনয়ন। পরে আদালতের শরণাপন্ন হলে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তবে মনোনয়নপত্র বৈধ হলেও তাকে প্রতীক বরাদ্দ দিতে সময়ক্ষেপণ ও রিটার্নিং কর্মকর্তার ওপর পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। একজন আওয়ামী লীগের প্রার্থীকে সুবিধা দিতে তার প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, প্রতীক বরাদ্দ দেওয়ার দাবিতে সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মুহিবুর রহমান। এরপর রাতে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।