ফেরদৌসের নির্বাচনি প্রচারে হামলা, আহত ১৫

Looks like you've blocked notifications!
রাজধানীর ধানমন্ডিতে হামলায় আহত এক ব্যক্তি। ছবি : এনটিভি

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস হোসেনের সমর্থনে লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হাতিরপুলের সেন্ট্রাল রোডের মাথায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন—মো. সোহেল, শিশির, জনি, আলীফ, তুষার, মাহি, জলিল উজ্জ্বল,অনিন্দ্র, রাসেল, ইব্রাহিম ও মোশারফ।

ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার পথে সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে তাদের নেতাকর্মীদেরকে পেটাতে থাকে। এতে অন্তত ১২ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির সেন্ট্রাল রোড এলাকা থেকে নির্বাচনী প্রচারের সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত অবস্থায় প্রায় ১২ জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।