শেরপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আ.লীগ প্রার্থীর

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে জেলা সদরের চকবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হুইপ আতিউর রহমান। ছবি : এনটিভি

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিউর রহমান আতিক স্বতন্ত্র এক প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের চকবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন হুইপ আতিউর রহমান।

সংবাদ সম্মেলনে আতিউর রহমান আতিক স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে নানা জায়গায় রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে চলেছেন। লছমনপুরে মোটরসাইকেল বহর নিয়ে নৌকার লোকজনের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল কনফারেন্সেও মানুষজন আসতে বাধা দিয়েছেন। এছাড়াও সরকারি চাকরিজীবী, শিক্ষকদের জোর করে তার নির্বাচনি প্রচারে যুক্ত করছেন।

আতিউর রহমান আতিক আরও জানান, এসব ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

আতিউর রহমান আতিকের অভিযোগের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এনটিভিকে জানান, আমরা যেসব অভিযোগ পাই তাৎক্ষণিক তার ব্যবস্থা নেই। শুধু নৌকার প্রার্থীরই নয়, সব প্রার্থীর ব্যাপারেই আমরা একইরকম ব্যবস্থা নিই।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উল্লেখযোগ্য একটি অংশ উপস্থিত ছিলেন।