নির্বাচনি এলাকার সীমানা জানেন না প্রার্থী, দিলেন জরিমানা

Looks like you've blocked notifications!

জাতীয় সংসদের ২৬৬ নম্বর আসন ফেনী-২। সদর উপজেলা নিয়ে এই আসন গঠিত। এই আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা নুরুল ইসলাম। মোমবাতি প্রতীকে নির্বাচন করছেন তিনি। তবে, নিজের নির্বাচনি এলাকার সীমানা জানেন না এই প্রার্থী। বিষয়টি স্বীকারও করেছেন তিনি। এর জেরে জরিমানাও গুনতে হয়েছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম নিজের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে নির্বাচনি সীমানা পরিধি ভুল লিখেছেন। সদরের পরিবর্তে ফেনী সদর ও সোনাগাজীর আংশিক উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।  

সীমানা পরিধি ভুল লেখে জনমনে বিভান্তি সৃষ্টি করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন এই প্রার্থী। এর জেরে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে তাকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সমস্ত ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রত্যাহারের নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার বলেন, এমনটি করে ওই প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি জানার পর তাকে জরিমানা করা হয়।

নিজের ভুল স্বীকার করে মাওলানা নুরুল ইসলাম বলেন, আসন সীমানা সম্পর্কে শুরুতে ধারণা ছিল না। আমার দলের ফেনী জেলা সেক্রেটারি আমাকে বলেছিলেন ফেনী সদর ও সোনাগাজীর একাংশ নিয়ে সীমানা পরিধি। আমি সে অনুযায়ী পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সীমানা পরিধি উল্লেখ করেছি। তিনি আমাকে বলেছিলেন এভাবে না লিখলে সোনাগাজীর ভোটাররা কষ্ট পাবে। পরে বুঝতে পেরেছি তথ্যটি ভুল ছিল।