ময়মনসিংহের গৌরীপুরে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে রোববার রাতে হামলার অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

ময়মনসিংহের-৩ (গৌরীপুর) আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপির অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার কর্মীরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে হামলার এ ঘটনা ঘটে এবং এতে নৌকার দুই কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। আহতরা হলেন একই এলাকার সাদ্দাম (২৮) ও জুলহাস (৫০)।

রোববার রাত সাড়ে ১২টার দিকে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি মোবাইলে ফোনে এ হামলার জন্য স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সোমনাথ সাহার কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ‘এই হামলার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার কর্মী সামদানি, সুমন, ৭নং রামগোপালপুর ইউনিয়নের জনি চেয়ারম্যান, নাজিবুল শুভ ও তমাল পাঠান জড়িত।’

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন রায় বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’