নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই বলতে পারছি না : জি এম কাদের

Looks like you've blocked notifications!
রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জি এম কাদের। ছবি : এনটিভি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই বলতে পারছি না। উই হ্যাভ ওয়েট এন্ড  সি আপ টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত দেখব নির্বাচনে থাকব কি না।’

আজ সোমবার (১ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

জি এম কাদের অভিযোগ করেন, সারা দেশে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর অন্যায় ও অত্যাচার করা হচ্ছে। এ কারণে দু-এক জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

জাপা চেয়ারম্যান বলেন, অন্যায়-অত্যাচার যতই হোক, এসব অন্যায়-অত্যাচার সহ্য করার একটা রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন এটা তাদের জন্য রাজনৈতিক জীবনে কলঙ্ক হয়ে থাকবে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ কারো অর্থের অভাব হতে পারে কিংবা হুমকির কারণেও হতে পারে।

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না। এ ক্ষেত্রে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেন, আবার কেউ এমনিতেই চলে যান। যাঁরা নির্বাচন করতে চান না, আমি তো তাঁদের জোর করে করাব না। এটা তাঁদের অধিকার।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ‘অপেক্ষা করছি, নির্বাচনে শেষ পর্যন্ত থাকছি কি না এখনই এটা বলতে পাচ্ছি না। উই হ্যাভ ওয়েট এন্ড সি আপ টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত দেখব নির্বাচনে থাকব কি না।’