৭ জানুয়ারি আরও একটা শিক্ষার জন্য প্রস্তুত থাকেন : জাহাঙ্গীর আলম 

Looks like you've blocked notifications!
গাজীপুর মহানগরীর কাশিমপুর হাতিমারা ঈদগাহ ময়দানে আজ মঙ্গলবার বিকেলে পথসভায় উপস্থিত জাহাঙ্গীর আলম। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, “গাজীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এ আসনে গত ১৫ বছর ধরে এমপি। তিনি একজন সিনিয়র মন্ত্রী কিন্তু আমাদের কাশিমপুরবাসির জন্য কী করেছেন? একজনকেও চাকরি দিতে পারেন নাই।”

গাজীপুর মহানগরীর কাশিমপুর হাতিমারা ঈদগাহ ময়দানে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে পথসভায় জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে পথসভাটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।

মুক্তিযুদ্ধমন্ত্রীকে উদ্দেশ্য করে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই মেয়র এসময় বলেন, “এখানে কোনো সরকারি হাসপাতাল, সরকারি কলেজ বা এক কিলোমিটার রাস্তা করতে পারেননি। যদি তিনি এক কিলোমিটার রাস্তা করেছেন দেখাতে পারেন, তবে আমার মা মেয়র জায়েদা খাতুনসহ আমি সিটি করপোরেশন থেকে পদত্যাগ করবো। তবে, হ্যাঁ তিনি একটা কাজ খুব ভালোভাবে করতে পেরেছেন। সেটা হচ্ছে ঝুট ব্যবসার ভাগাভাগি আর আওয়ামী লীগের এক নেতার সাথে আরেক নেতার ঝগড়া লাগিয়ে দেওয়া।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “গত ২৫ মে, সিটি নির্বাচনে আমাদের একটি কেন্দ্রেও এজেন্ট দিতে দেননি, কারও কাছে ভোট চাইতে পারি নাই, পোস্টার লাগাতে পারি নাই। যারা ঘড়ির পক্ষে কাজ করেছে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছেন, মারধর করেছেন, হুমকি-ধমকি দিয়েছেন। ফলে জনগণ আপনাদের একটা শিক্ষা দিয়েছেন। এখনও আবার হুমকি দিচ্ছেন? তবে, ৭ জানুয়ারি আরও একটা শিক্ষার জন্য প্রস্তুত থাকেন।”

এসময় স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, “আমি আপনাদের সামনে এসেছি, আপনারা যদি আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন; তবে আমি কথা দিলাম আগামী ৫ বছর এ বেশেই আমি আপনাদের সামনে আসব।”

পথসভায় আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পারভীন আক্তার, কাশিমপুর জোনের সভাপতি কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তি, সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মোল্লা, মো. ওসমান গনি লিটন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল আলম আসকর প্রমুখ।