খাগড়াছড়িতে জাল ভোট দেওয়ায় চারজনের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে রোববার জাল ভোট দেওয়ায় চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছদ্মবেশে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৭ জানুয়ারি) পানছড়ির সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছানের ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন—জাহিদ হাসান (১৯), শওকত মিয়া (২১), হালিম (২১) ও ফুল মিয়া (২১)। তাদের সবার বাড়ি পানছড়ির ফাতেমানগরে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান বলেন, ‘অভিযোগ প্রমাণ হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১(চ) ধারা অনুযায়ী তাদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

এ সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাফর উল্লাহ এবং পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।