নরসিংদীর শিবপুরে ভোট কেন্দ্রে হামলা, পুলিশের গুলি, আটক ৮

Looks like you've blocked notifications!
নরসিংদীর শিবপুরে দুলালপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর পর ভোট বাতিল করা হয়। ছবি : এনটিভি

নরসিংদীর শিবপুরে দুলালপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা। এতে বাধা দিলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আসনার ও পুলিশ সদস্যরা ছয় রাউন্ড গুলির্বষণ করেন। ওই সময় ঘটনাস্থল থেকে আট জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হামলা ও ভাঙচুরের পর কেন্দ্রের ভোট বাতিল করে কেন্দ্রটিতে ভোট স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঘটনার পর পরই নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ও নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রেজাউল হাসান বলেন, ‘আজ রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। পরে ছয় রাউন্ড ফাঁকা গুলির্বষণ করলে তারা পালিয়ে যায়। ওই সময় তাদের হামলা থেকে বাঁচতে আমরা দরজা বন্ধ করে দেই।’

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ‘ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্রে হামলা ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরে একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। শিবপুরে একটি ও মনোহরদীতে একটি মোট দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।’