জামানত হারাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা মাহি

Looks like you've blocked notifications!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি রাজশাহী থেকে নির্বাচন করে জামানত হারাচ্ছেন। আজ রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসন থেকে তিনি পেয়েছেন মাত্র নয় হাজার নয় ভোট। রাতে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী এক লাখ তিন হাজার ৫৯২ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্রপ্রার্থী গোলাম রাব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

চিত্রনায়িকা মাহিয়া মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। সেখান থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি নানির বাড়ি রাজশাহী-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর তাঁর জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে মিল না থাকায় রিটার্নিং অফিসার শুরুতে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান।  এরপর ট্রাক প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।