বাগেরহাটে-৩ আসন

সাত প্রার্থীর পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে

Looks like you've blocked notifications!
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জামানত বাজেয়াপ্ত হচ্ছে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনেরই। ছবি : এনটিভি

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী লাঙ্গলের প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঘোষিত ফল বিশ্লেষণ করে মোংলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নারায়ণ চন্দ্র পাল আজ সোমবার (৮জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এ আসনে দুই লাখ ৫৪ হাজার ৮৫৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে এক লাখ ৪৭ হাজার ৯৩০টি। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৮ হাজার ৪৯২টি করে ভোট। 

কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়া এই আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনি পেয়েছেন ৬৭০ ভোট, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম পেয়েছেন ৩৩৮ ভোট, জাতীয়তাবাদী আন্দোলনের সুব্রত মণ্ডল পেয়েছেন ৪২৩ ভোট, তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার পেয়েছেন ২২৮ ভোট আর ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ২০৮ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান। 

আব্দুল্লাহ আল মামুন বলেন, এই আসনে সর্বোচ্চ ৮৪ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ইদ্রিস আলী ইজারদার।