মসিক নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে  প্রতীক বরাদ্দ পেয়েই উৎসব মুখর পরিবেশে প্রচারণায় মেয়র পদপ্রার্থীরা। ছবি : এনটিভি

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে (মসিক) প্রতীক বরাদ্দ পেয়েই উৎসব মুখর পরিবেশে প্রচারণায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়াম থেকে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।

আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। তাই প্রতীক পেয়েই কর্মী-সমর্থকদের নিয়ে  প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

বর্তমান মেয়র ইকরামুল হক টিটু পেয়েছেন টেবিল ঘড়ি, সাদেক খান মিল্কী টজু হাতি, এহতেশামুল আলম ঘোড়া, রেজাউল হক হরিণ আর জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীক। 

প্রতীক পেয়ে প্রার্থীরা উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচরণায় মাঠে নেমেছেন। 

মেয়র পদে পাঁচজন, ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী রয়েছেন।