কুমিল্লা সিটি উপনির্বাচন : হাতি প্রতীকের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ

Looks like you've blocked notifications!
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে হাতি প্রতীকের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে হাতি প্রতীকের প্রধান এজেন্ট রেজা মাহমুদকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলিজিয়েট স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রেজা মাহমুদ অভিযোগ করে বলেন, ‘সকাল সাড়ে আটটার কিছু আগে কেন্দ্রে প্রবেশ করি। এ সময় হাতী প্রতীকের যেসব এজেন্ট আছে, তাদের কাজকর্ম বুঝিয়ে দিচ্ছিলাম। এ সময় বাস প্রতীকের এজেন্টরা এসে আমার কাজে বাধা দেয়। আমাকে কেন্দ্র থেকে চলে যেতে বলে।’

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ড. সোহেল আহম্মেদ বলেন, ‘বাস ও হাতী প্রতীকের এজেন্টদের মধ্য সামান্য ভুল বোঝাবোঝি হয়েছিল। এখন সব ঠিক হয়েছে। আর কোনো সমস্যা নেই।’

ভিক্টোরিয়া কলিজিয়েট কেন্দ্রে তিন হাজার ৪২৪ জন ভোটার রয়েছে। এ কেন্দ্রে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার, হাতী প্রতীকের মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম ও স্থানীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দীন বাহারের ভোট প্রদানের কথা রয়েছে।