পোলিং অফিসার হিসেবে শাশুড়ির প্রক্সি দিতে গিয়ে আটক পুত্রবধূ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে অন্য একজনের পক্ষে পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে গিয়ে এক মহিলা আটক হয়েছেন। আজ বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার জাওয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত পোলিং অফিসার পরিবার পরিকল্পনা সহকারী সালমা খাতুনের পরিবর্তে তার পুত্রবধূ হালিমা খাতুন পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে তাকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া আজ দুপুর ১টার দিকে হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় লাঙল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম ভূঞা শাহীন ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. গিয়াস উদ্দিন লাকী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং দুই পক্ষকে নিবৃত্ত করে সরিয়ে দেয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নির্বাচনি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।