প্রবাসীদের জন্য আসছে পোস্টালভোটবিডি অ্যাপ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার, দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টালবিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার, আরেকটা খামের ভিতরে ভরে, একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে প্রবাসীদের ঠিকানায় পোস্ট করা হবে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে।
আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।
প্রবাসীদের ভোটের বিষয়টি কবে শুরু হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা কবে নাগাদ শুরু করতে পারব এটা শিডিউল ঘোষণার সাথে সম্পর্কিত। আমরা এটা সিনক্রোনাইজ করে পরে জানিয়ে দিব।
ইসি সচিব আরও জানান, যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্যে ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা করা হয়েছে। পদ্ধতিটা প্রবাসীদের মতো একই। শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে।