ইমরুল ইউসুফের দুটি ছড়া
হবে ঝুম বৃষ্টি
আষাঢ়েও সূর্যের
এমনই ক্ষরণ
বোঝা যায় দেখে
গরমের ধরন।
ঘেমে ভিজে একসার
গেঞ্জি জামা বুট
সারা গায়ে ঘামাচি
করে কুটকুট।
আকাশে মেঘ নেই
বৃষ্টির দেখা নেই
মেঘের ওড়াউড়ি বন্ধ
জমিতে পানি নেই
পুকুরে মাছ নেই
সবখানে পতনের ছন্দ।
সূর্যের দিকে তাই
সকলের দৃষ্টি
আকাশ মেঘে ঢেকে
হবে ঝুম বৃষ্টি।
গরম কমে যাবে
ঝরবে না ঘাম
আয়েশ করে খাব
কাঁঠাল আম জাম।
ঈদের বাজার
কন্যা গেছে মালয়েশিয়া
পুত্র গেছে বোম্বে
ওসব দেশে সত্যিকারের
ঈদের বাজার জমবে।
কন্যার বাজেট আশি হাজার
পুত্রের বাজেট লক্ষ
ঈদের বাজার করতে কিন্তু
মেমসাহেবও দক্ষ।
তিনি গেছেন ইংল্যান্ডে
গত রাতের ফ্লাইটে
আমি যাব আমেরিকা
ত্রিশ তারিখ নাইটে।

ইমরুল ইউসুফ