ক্যামেরা ছিনতাইকারী বানর!

Looks like you've blocked notifications!

বানর যে কী দুষ্টু, তা বানরের খপ্পরে পড়া ব্যক্তিই বলতে পারবেন। তবে এই দুষ্টুমি কখনো কখনো এমন মাত্রায় পৌঁছে যায় যে ঘটনাটি খুব মজাদার হলেও খপ্পরে পড়া ব্যক্তির জন্য হয়ে পড়ে খুবই অস্বস্তিকর। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে সম্প্রতি প্রকাশিত একটি খবরে প্রকাশ পেয়েছে বানরের অতিদুষ্টুমির এক ঘটনা।

ঘটনাটি ঘটেছে নিকারাগুয়ার একটি বাগানে। একজন পর্যটক বাগানে হাঁটতে হাঁটতে ভিডিও করছিলেন। এমন সময় একটি দুষ্টু বানর লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁর ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিডিওতে বেশ ভালোভাবেই ধরা পড়েছে বিষয়টি। ভিডিওতে দেখা যায়, যখন লোকটি ওই বানরের ফুটেজ নিচ্ছিলেন, সাদা মাথার বানর কাপুচিন বানরটি তখনই হামলা করে বসে!

বানরটি ক্যামেরা ধরেও ফেলেছিল, তবে শেষ পর্যন্ত লোকটি ক্যামেরাটি রক্ষা করতে পেরেছিলেন।