আটকে দেওয়ার আট ধাঁধা!

Looks like you've blocked notifications!
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার! ছবি : সংগৃহীত

অনেক রকমের ধাঁধাই তো রয়েছে। কোনোটি শুনে চট করে বুঝে ফেলা যায়, আবার কোনোটি বারবার পড়েও হিসাব মেলানো যায় না। ব্রাইটসাইড জানিয়েছে এমনই ‌১২টি ধাঁধা, যেগুলো পড়লে চট করে উত্তর দেওয়া বেশ কঠিন। চট করে উত্তর দেওয়ার দরকার নেই, চিন্তা করেই উত্তর দাও, এতে মস্তিষ্কের ব্যায়ামও হবে! তাহলে শুরু করা যাক বুদ্ধির চর্চা।

১. কোন জিনিসটা এগোতে পারে, পেছাতে পারে; কিন্তু কখনোই ঘোরে না?

২. কোন বিষয়টি মিনিটে একবার আছে কিন্তু বছরে একবারও নেই?

৩. কেমন করে একটি পেনসিল ঘরে রাখবে যাতে পেনসিলটিকে কেউ টপকাতে পারবে না?

৪. কোন মাসে মানুষ কম ঘুমায়?

৫. কোন ভাষায় মানুষ কথা না বলেই মনের ভাব প্রকাশ করে?

৬. কোন বিষয়টির নাম উচ্চারণ করলেই সেই বিষয়টি শেষ হয়ে যায়?

৭. তিনজন ডাক্তার বলেছেন বদরুল তাদের ছোট ভাই। বদরুল বলেছেন তার কোনো ভাই নেই। কে মিথ্যে কথা বলেছে?

৮. দেয়ালের মাঝখান দিয়ে দেখার জন্য কী দরকার?

উত্তর

১. রাস্তা

২. ইংরেজি শব্দ ‘এম’

৩. দেয়ালের সঙ্গে পেনসিলটিকে লাগিয়ে রাখতে হবে।

৪. ফেব্রুয়ারি

৫. অঙ্গভঙ্গি

৬. নীরবতা

৭. কেউই নয়, তিন ডাক্তার হলেন বদরুলের তিন বোন!

৮. জানালা