জুতার ভেতর জ্যান্ত গোখরা!

সাপের দর্শন দূরে থাক, নাম শুনলেও ভয় পেয়ে যান—এমন লোকের অভাব নেই। সাপের বিষে হোক বা চেহারায়, প্রাণীটিকে ভয় পায় না এমন মানুষ কমই আছে। তবে শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, মানুষ সাপকে যতটা না ভয় পায়, সাপ তার চেয়ে বহুগুণে বেশি ভয় পায় মানুষকে। তাই মাঝেমধ্যে মানুষের আশপাশে আশ্রয় নিলেও লুকিয়ে থাকতে চায় প্রাণীটি।
ম্যাশেবল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে চমকপ্রদ একটি ভিডিও। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন বর্ষাকাল। অনেক অঞ্চলেই বন্যা। তাই একটু নিরাপদে থাকার জন্য অনেক সাপই মানুষের বাড়িঘর বা লোকালয়ে আশ্রয় নেয়। তবে মানুষের চোখে পড়লেই বিপদ! ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ দেখে মানুষেরও অবস্থা খারাপ, সাপেরও দফারফা। যেমনটা দেখা গেছে এই ভিডিওতে।
একটি লম্বা মাথার জুতার ভেতরের দিকে গুটিসুটি মেরে লুকিয়ে ছিল একটি গোখরা সাপ। বয়স্ক না, বাচ্চা সাপ। বয়সে ছোট বলে দিব্যি সেঁধিয়ে যেতে পেরেছিল জুতার ভেতর। একটি লম্বা কাঠি দিয়ে বেশ কয়েকবার খোঁচানোর পর সেখান থেকে বেরিয়ে আসে সাপটি। সন্দেহ না করে জুতার মালিক যদি জুতাটি পরেই ফেলতেন, তাহলে কী অবস্থা হতো ভাবা যায়! কাজেই জুতা পরার আগে ভালো করে দেখে তার পর পরবেন, কেমন?
ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিংকে—