দুনিয়া কাঁপানো সেই ধাঁধা

Looks like you've blocked notifications!
এই ধাঁধা কেমন ধাঁধা! ছবি : কমিউনেটস

সিঙ্গাপুরের হাই স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত পরীক্ষায় আসা একটি ধাঁধা। ধাঁধা না বলে বিশ্লেষণী গণিত সমস্যাও বলা যায়। এ সমস্যার উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে গেছে পুরো দুনিয়া। কেউ বলেছেন, এত কঠিন সমস্যা ছোট শিশুরা সমাধান করবে কী করে? আবার সমস্যাটিকে বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক বলেও উল্লেখ করেছেন অনেকেই। পুরো দুনিয়া যখন মাথা গুলিয়ে ফেলছে এ ধাঁধার সমাধান খুঁজতে, ব্যাপারটি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের নজরেও এসেছে। শিশু থেকে শুরু করে সব পাঠকের জন্য সেই ধাঁধা অনুবাদ করে দেওয়া হলো। মাস এবং চরিত্রগুলোর নাম ইচ্ছাকৃতভাবেই বাংলায় করে দেওয়া হয়েছে। ভালোমতো মাথা খাটান, উত্তর খুঁজে বের করুন এবং আপনার উত্তরের ব্যাখ্যা দিন। না পারলে আগামীকাল ব্যাখ্যাসমেত উত্তর পেয়ে যাবেন। শুভকামনা আপনার জন্য।

মূল ধাঁধা :

বাউল ও লালন দুই বন্ধু। দুই বন্ধুর সঙ্গে পরিচয় হলো বাঁশির। দুই বন্ধু বাঁশির কাছে তার জন্মদিন কবে জানতে চাইল। বাঁশি সরাসরি না বলে দশটি সম্ভাব্য উত্তর দিল, যার যেকোনো একদিন হচ্ছে তার জন্মদিন। দিনগুলো হচ্ছে—

বৈশাখ ১৫, ১৬, ১৯

জ্যৈষ্ঠ ১৭, ১৮

আষাঢ় ১৪, ১৬

শ্রাবণ ১৪, ১৫, ১৭

এর পর বাঁশি কানে কানে বাউলকে জানাল সঠিক মাস, আর লালনকে জানাল সঠিক দিন। এবারে বাউল বলল, ‘আমি বাঁশির জন্মদিন কবে তা জানি না, তবে এও জানি যে লালনও তা জানে না।’

লালন খুব বুদ্ধিমান, বাউলের কথা শুনেই সে বলল, ‘প্রথমে আমি জানতাম না বটে, তবে এখন কিন্তু জানি!’

বাউলও কম সেয়ানা নয়, সেও সঙ্গে সঙ্গে বলে বসল, ‘এখন আমিও কিন্তু জানি।’

প্রশ্ন হচ্ছে, বাঁশির জন্মদিন কবে?

উত্তর খুঁজে বের করুন। সময় একদিন। না পারলে আগামীকাল তো উত্তর রয়েছেই!