অদ্ভুত হেলানো বাড়ি!

Looks like you've blocked notifications!

মানুষ শখ করে কত অদ্ভুত কিছু করে ফেলে। তেমনি শখ করে প্রায় ৭০ ডিগ্রি কোণে ঢালু করে একটি হেলানো বাড়ি বানিয়ে ফেললেন ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের ক্রিস্টিনা গউ নামক এক লোক, যা এখন সবার কাছে 'জাকার্তার হেলানো বাড়ি' নামেই পরিচিত। ৭০ ডিগ্রি কোণে হেলানো বাড়ি! শুনতেই অদ্ভুত লাগে। ইতালির বিখ্যাত পিসার হেলানো মিনারের কথা তোমরা শুনে থাকবে। তবে সেই মিনার কিন্তু ইচ্ছাকৃতভাবে হেলানো করে তৈরি করা হয়নি, হেলে পড়েছিল নির্মাণত্রুটির কারণে। তবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অভিজাত এলাকায় তৈরি তিনতলা বিশিষ্ট এই বাড়িটি রীতিমতো নকশা করে হেলানো করে তৈরি করা হয়েছে বাড়িটির মালিকের ইচ্ছাতেই, এমনটাই জানা যায় মিরর অনলাইনের একটি সংবাদে।

জাকার্তার অভিজাত এলাকায় বর্তমানে ইউরোপীয় ঢঙে বাড়ি তৈরির প্রবণতা বাড়লেও প্রকৌশলীদের মতে, এই হেলানো বাড়িটির অদ্ভুত সৌন্দর্য সেখানকার অন্য বাড়িগুলো থেকে সম্পূর্ণই আলাদা। বাড়িটি তৈরিতে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন বুডি প্রাডোনো। তাঁর পরিকল্পনা মতেই সমতলের সঙ্গে ৭০ ডিগ্রি কোনাকুনি করে হেলানো বাড়িটি তৈরি করা হয়েছে। প্রথমে বাড়িটি  ১০ থেকে ২০ ডিগ্রি কোণে ঢালু করার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে সবকিছু দেখে কিন্তু পরে ৭০ ডিগ্রি কোণেই করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রকৌশলী প্রাডোনো। এই সৃষ্টিকর্মে নিজেও গর্বিত বলে জানান তিনি। বাড়িটি করতে পেরে মালিক ক্রিস্টিনা গউ কম খুশি নন। তিনি বাড়িটিকে তাঁর স্বপ্নের বাড়ি বলে গর্ব করেন। তিনি বলেন- ‘যদি আমি আরেকটি বাড়ি তৈরি করি, সেটিও এর মতোই হবে।‘