বিনয়ী গাড়ি চোর!

Looks like you've blocked notifications!

চোর কোনো কিছু চুরি করে তো স্বীকারই করতে চায় না,  সেখানে আমেরিকার এক চোর চুরি করা গাড়িটি তো ফিরিয়ে দিয়েছেই, সাথে দুঃখ প্রকাশ করে দিয়েছে চিঠি এবং খরচ হওয়া গ্যাসের দামও!

এ তো চোরের ধর্মের সাথে একেবারেই যায় না। গার্ডিয়ানের একটি খবর থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে পার্কিং থেকে থেকে চুরি হয়ে যাওয়া একটি গাড়ি বুধবার ফিরিয়ে দিয়ে যায় চোর। শুধু গাড়ি ফেরত দিয়েই ক্ষান্ত হয়নি, চুরির পর গাড়িতে খরচ হওয়া গ্যাসের দামটাও ফেরত দিয়েছে ওই বিনয়ী চোর। সেই সঙ্গে নিজের ভুলের জন্য ক্ষমাও প্রার্থনা করেছে সে।

লাল রঙের সুবারু গাড়িটির মালিক যুক্তরাষ্ট্রের অরেগনের এক নারী।  তিনি জানান, মঙ্গলবার সকালে তাঁর স্বামী দেখতে পান যে তাঁদের গাড়িটি পার্কিংয়ে নেই।  তারা গাড়ির জন্য খোঁজাখুঁজিও শুরু করে দেন। কিন্তু পরের দিনই চোর গাড়িটি ফেরত দিয়ে যায়। গাড়ির ভেতরে দুঃখ প্রকাশ করা চিঠি এবং ৩০ ডলারও ছিল। এমন চোরকে বিনয়ী না বলে উপায় কী!