আইনি জিজ্ঞাসা
অনলাইনে মানহানি হলে কী করবেন?
আপনার ফেসবুক, সামাজিক যোগাযোগের যেকোনো মাধ্যম কিংবা যেকোনো ওয়েবসাইটে কোনো ব্যক্তি মানহানিকর ছবি বা বক্তব্য দিয়েছে। সে ক্ষেত্রে আপনি মানহানির শিকার হতে পারেন। কিন্তু আইনি প্রতিকার কী, তা জানেন না। কিছু আইনি বিষয় জানা থাকলে খুব সহজেই প্রতিকার পাওয়া যেতে পারে।
মানহানির শিকার হলে আপনাকে নিকটস্থ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ৫৭ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করতে হবে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়, তাহলে মামলা হিসেবে গণ্য করে কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারবে। আটক শেষে পুলিশ সে ব্যক্তিকে আদালতে সোপর্দ করে রিমান্ড বা কারাগারে আটক রাখার আবেদন করতে পারবে।
এ ছাড়া পুলিশ সম্পূর্ণ অভিযোগ নিয়ে তদন্ত করবে। তদন্ত প্রতিবেদনে পুলিশ ঘটনার সত্যতা পেলে আদালতে অভিযুক্ত ব্যক্তির অভিযোগপত্র দাখিল করবে। সেই অভিযোগপত্র পাওয়ার পর বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তির বিচার হবে। অভিযোগ প্রমাণ হলে আদালত দণ্ড দেবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কোনো ব্যক্তি অপরাধ করলে অনধিক ১৪ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ডাদেশ পেতে পারে। এ ছাড়া অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে।
লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট