দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মনোনয়নপত্র বিক্রিতে প্রথম দিনে আ.লীগের আয় পাঁচ কোটি ৩২ লাখ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়পত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিনেই সরাসরি ও অনলাইনে মোট এক হাজার ৬৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এতে তাদের আয় হয়েছে পাঁচ কোটি ৩২ লাখ টাকা।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়।
আজ সকালে আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। বিকেল ৪টা পর্যন্ত বিক্রি হয় এই ফরম। এ সময়ে এক হাজার ৬৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে সরাসরি বিক্রি হয়েছে এক হাজার ৫০টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ১৪টি।