মাঠে তিন খেলোয়াড়, ছিটকে পড়লেন দুর্জয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের ২৯৮টি আসনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তার মধ্যে খেলার মাঠে তিনজন নৌকার টিকিটে নিয়ে নির্বাচনি মাঠে লড়বে। এরা হলেন সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ও বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে ছিটকে পড়েছেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নৌকা নিয়ে লড়বেন নড়াইল-২, সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী লড়বেন খুলনা-৪ ও বর্তমান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে। তবে ছিটকে পড়েছেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়। সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে হিসেবে আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এ নির্বাচন উপলক্ষে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়েছে।
তফসিল ঘোষণার পর ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন বিক্রি করে দলটি। এবার মোট তিন হাজার ৩৬২ মনোনয়নপত্র বিক্রি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যে ১২১টি অনলাইনে ও তিন হাজার ২৪১টি মনোনয়নপত্র সরাসরি বিক্রি হয়। পরে মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। এরপর আজ সকালে দল ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেলে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারষ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচনি তফসিল অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এরপর মনোনয়নপত্র বাছাই হবে। ১ থেকে ৪ ডিসেম্বর এই মনোনয়নপত্র বাছাই করা হবে। কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর।
অন্যদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ও রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের দুই দিন পূর্ব, অর্থাৎ ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কেটি ৯৭ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। মোট দুই লাখ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ চলবে।