রশীদুজ্জামানের আছে ১৯ লাখ টাকার সম্পদ, ব্যাংকে জমা ৫০০ টাকা
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দৌড়ে ছিলেন বর্তমান গোটা বিশেক। তাদের সাইকে পেছনে ফেলে মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দেন কম আলোচিত মো. রশীদুজ্জামান। দলীয় মনোনয়ন নিয়ে ইসিতে জমা দেন হলফনামা। সেই হলফনামা বলছে, ১৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার সম্পদ রয়েছে তার। এর মধ্যে ব্যাংকে আছে মাত্র ৫০০ টাকা।
রশীদুজ্জামান মোড়লের হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছয় লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে বছরে দুই লাখ ৩৫ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে এক লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় করেন দুই লাখ ৮৮ হাজার টাকা।
স্নাতকোত্তর এই প্রার্থীর বিরুদ্ধে ইতোপূর্বে দুটি মামলা ছিল। দুটিতেই তিনি খালাস পেয়েছেন। তার স্ত্রীর পেশা শিক্ষকতা। তিনি বার্ষিক আয় করেন চার লাখ ৩২ হাজার টাকা।
রশীদুজ্জামান মোড়লের সম্পদের মধ্যে হাতে নগদ দুই লাখ, ব্যাংকে জমা মাত্র ৫০০, দশমিক ৬৬ একর কৃষি জমি, দশমিক ২৪ একর অকৃষি জমি, একটি আবাসিক ও একটি বাণিজ্যিক ভবন রয়েছে। তার স্ত্রীর রয়েছে তিন দশমিক ছয় একর কৃষি জমি এবং দশমিক ২২ একর অকৃষি জমি।