শওকত মাহমুদকে সমর্থন জাতীয় পার্টির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী শওকত মাহমুদকে সমর্থন জানিয়েছেন বুড়িচং উপজেলা জাতীয় পার্টির নেতারা।
বুড়িচং উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৫ আসনে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী শওকত মাহমুদকে সমর্থন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে বুড়িচং উপজেলা জাতীয় পার্টির নেতারা।
বিবৃতিতে বলা হয়, বুড়িচং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাজি নুরুল হক মাস্টারের সভাপতিত্বে নির্বাচনি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এম গোলাম বায়েজিদ।
জাতীয় পার্টির (জি এম কাদের) কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ কুদ্দুছ মানিক, বুড়িচং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক কাজী তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, যুগ্ম আহ্বায়ক মো. কবির চৌধুরী ও বুড়িচং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মফিজুল ইসলাম, বুড়িচং উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শাহাদাত হোসেন, ভারেল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বি-পাড়া উপজেলা জাতীয় পার্টির নেতা সুলতান আহম্মেদ, বুড়িচং সদর ইউনিয় জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম মুহুরী, উপজেলা জাতীয় পার্টির নেতা মো. সফিকুল ইসলাম বাবুল, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
সভায় সর্বসিদ্ধান্তক্রমে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বুড়িচং উপজেলা জাতীয় পার্টি ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী শওকত মাহমুদের পক্ষে কাজ করার অঙ্গীকার বদ্ধ হয়।
এ ছাড়া বিবৃতিতে বুড়িচং উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের শওকত মাহমুদের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতারা।