এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর : ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর। এখানে আপনারা কেউ ভয়ের পরিবেশ তৈরি বা বাধা প্রদান করবেন না। আর এটা যদি কেউ করেন, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
আজ সোমবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসি মো. আলমগীর।
ইসি মো. আলমগীর বলেন, ‘ভোটারদের প্রতি মেসেজ আমাদের একটাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। জাতীয় নির্বাচনে যেমন আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পেরেছিলেন—এ নির্বাচনেও আপনারা আপনাদের নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারবেন। প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেদের প্রচার নিজেরাই করবেন, আপনাদের প্রচার সভা যেন অন্যরা কেউ করতে না পারে।’
ইসি মো. আলমগীর আরও বলেন, ‘আগের নির্বাচনগুলোর থেকে আইনশৃঙ্খলার দিক থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন।’
এ নির্বাচন কমিশনার জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে সারা দেশে তীব্র তাপপ্রবাহ থাকলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনকই হবে।’
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় পুলিশ সুপার মো. মোর্শেদ আলমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।