রম্য
যে কারণে শীত দ্রুত চলে গেছে
শীত কোথাও নেই এখন। অনেকটা এসেছিল সরবে, কিন্তু চলে গেল নিরবে। শীতের এই দ্রুত বিদায় নিয়ে কৌতূহলের শেষ নেই জনগণের। আর তাই জনগণের আগ্রহের কথা বিবেচনা করে হাস্যরসের তদন্তে উঠে এসেছে শীতের দ্রুত বিদায়ের কিছু চাঞ্চল্যকর কাল্পনিক কারণ। প্রিয় পাঠুক আসুন, শীতের দ্রুত বিদায়ের কিছু কাল্পনিক কারণ দ্রুত পড়ে নিই।
বডি বিল্ডার
অনেকে জিমে গিয়ে কষ্ট করে বডি বানায়। কিন্তু শীত এলে জ্যাকেট পরতে হয়। কাউকে তাঁরা বডি দেখাতে পারে না। হয়তো সেজন্য তারা মনে-প্রাণে চেয়েছিল শীত চলে যাক। তাই শীত দ্রুত চলে গেছে, এবং তাঁরা তাদের বডি সবাইকে দেখিয়ে চলাফেরা করতে পারছে।
অভিমানী শীত
শুরুতেই এইবার শীত আসবে আসবে করে অনেক দেরী করেছে। এ কারণে অনেকেই শীতকে গালমন্দ করেছে। তাই হয়তো অভিমান করে শীত দ্রুত চলে গেছে।