রম্য
কেমন যাবে ১২ রাশির ২০১৮ সাল
স্বাগত ২০১৮। এই নতুন বছরে কোন রাশি কী ফল দেবে, তা হাস্যরসে ই-মেইল করে জানিয়েছেন জ্যোতিষবিদ ভয়ংকর আলী। নিচে এসব রাশিফলের তথ্য ভয়ে ভয়ে ছাপা হলো :
১. মেষ বা ভেড়া রাশি : এ রাশির জাতকের নেশার ভেড়া বৃদ্ধি পেতে পারে অথবা ভেড়া পালনে অধিক লাভবান হতে পারবেন। ব্যবসায়ীরা বিদেশে ভেড়ার কম্বল রফতানি করার সুযোগ পাবেন বেশি।
২. বৃষ বা বলদ রাশি : এ রাশির জাতকের নর-নারীদের চেহারায় বলদ বলদ ভাব দেখা দেবে। যে যা বলিবে তাই বিশ্বাস করিবে। এ রাশির প্রেমিক-প্রেমিকারা উধাও হওয়ার চিন্তাভাবনা থেকে বিরত থাকবেন। কারণ মা-বাবার হাত থেকে পালাতে পারলেও পুলিশের হাত থেকে রেহাই পাবেন না।
৩. ধনুক বা তীর রাশি : এ রাশির জাতকরা আদিম স্বভাবের হবে। আধুনিক সৈনিকরা তাদের ডিজিটাল যুদ্ধ সরঞ্জাম ফেলে তীর-ধনুক নিয়ে যুদ্ধে নামবে। আর এ মার্কা মনোগ্রাম ব্যবসায়ীরা লাভবান হবেন বলে আভাসের যোগ পাওয়া যায়।
৪. কন্যা বা কুমারী রাশি : এ রাশির কন্যারা কুমারী থাকার সম্ভাবনা বেশি। ছেলেরা তাদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদ ভয়ংকর আলী। তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন এ সালে তার বিয়ের সম্ভাবনা রয়েছে।
৫. তুলা বা দাড়িপাল্লা রাশি : ২০১৭ সালে আলু ব্যবসায়ীদের তুলা বা দাড়িপাল্লার পেছনের দিকে চাপলেও ২০১৮ সালে তা পুষিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ জাতকের রাজনীতিবিদরা কানে বেশি তুলা ব্যবহারের ফলে এর দাম বেড়ে যাবে।
৬. বৃশ্চিক বা বিচ্ছু রাশি : চীনের মতো এ দেশেও এ রাশির প্রভাব পড়বে। কাঁকড়ার মতো বিচ্ছু পোকার ফ্রাই খাওয়ার প্রবণতা বাড়বে।
৭। মকর বা ছাগল রাশি : এ রাশির জাতকদের প্রধান খাদ্যতালিকায় কাঁঠাল পাতা এগিয়ে থাকবে। এ রাশির প্রেমিকরা প্রেমিকার জন্য ভ্যাঁ ভ্যাঁ করবে। তারা বিশ্ব ভালোবাসা দিবসে কিছু আলোর মুখ দেখবে।
৮. মিথুন বা বেডা-বেডি রাশি : এ রাশির জাতকরা এ বছর লেডিস অ্যান্ড জেন্টলম্যান হওয়ার আশঙ্কা রয়েছে। যেকোনো সময় তাদের মধ্যে ঝড় বইতে পারে। তাই শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে সচেতন আবশ্যক।
৯. কর্কট বা কাঁকড়া রাশি : এ রাশির জাতকরা কারেন্ট জাল কাটতে ওস্তাদ হবে। যেকোনো সময় যেকোনো মানুষের ভেতরে প্রবেশ করে তার নাড়িভুঁড়ি কেটে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
১০. কুম্ভ বা কলস রাশি : এ রাশির জাতক-জাতিকারা তাদের দাবি নিয়ে আন্দোলনে মাঠে নামার লক্ষণ রয়েছে। তারা পেট বোতলকে দায়ী করবে। কারণ পেট বোতল মাটির বা সিলভারসহ সব ধরনের কলসের স্থান দখল করে নিয়েছে। তাদের আন্দোলন সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে।
১১. মিন বা মাছ রাশি : এ রাশির জাতকরা জাউল্লা প্রকৃতির হবে এবং অন্যদেরও জাউল্লা ব্যবসায় অনুপ্রাণিত করবে।
১২. সিংহ বা যুবরাজ রাশি : এ রাশির জাতক-জাতিকারা কুমিল্লা চিড়িয়াখানায় বদলি হওয়ার সম্ভাবনা আছে। ফলে জীর্ণশীর্ণ হয়ে মৃত্যুকোলে পতিত হওয়ারও সম্ভাবনা রয়েছে।