রম্য
ফেসবুক রেসিপি
সোশ্যাল মিডিয়া ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও সবার মুখে মুখে ফেসবুক। প্রিয় পাঠক, ফেসবুক যাতে সবার আরো বেশি করে মুখে থাকে, সে জন্য আমরা তৈরি করেছি ফেসবুক রেসিপি। আসুন দেখে নিই, কীভাবে ফেসবুক রেসিপি তৈরি করতে হয়।
১. প্রথমে ইন্টারনেট চালু করে নেবেন। এরপর গুগলে ঢুকে ফেসবুকের কৌটায় যাবেন। আগুন এলেই থুক্কু ফেসবুক আসার পর ধীরে ধীরে যা যা লাগে, তা লিখে ফেসবুকে ঢুকবেন।
২. ফেসবুকে গুরুত্বপূর্ণ বিষয় বাসনকোসন, থুক্কু প্রোফাইল পিকচার। সুতরাং ভালো দেখে প্রোফাইল পিকচার দিন।
৩. আপনি যা যা খেতে পছন্দ করেন, থুক্কু লিখতে পছন্দ করেন, তা লিখে একচামচ লেখা রিলেটেড ছবি শেয়ার করুন।
৪. ছবি শেয়ার হলেই বেশি করে পানি দিন, থুক্কু বন্ধুদের সঙ্গে কমেন্ট চালাচালি করুন।
৫. এইবার সেদ্ধ করা শেষ হলে, থুক্কু চ্যাটিং শেষ হলে নামিয়ে ফেলুন, থুক্কু ফেসবুক থেকে বের হন।