‘সুখপাখি’র কুইজ খেলে ‘স্যামসাং গ্যালাক্সি এ৫’ মোবাইল পেলেন কুমিল্লার জাহিদুল

Looks like you've blocked notifications!
কুমিল্লার জাহিদুলের হাতে কুইজের পুরস্কার তুলে দিচ্ছেন এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ জুয়েল। ছবি : সাইফুল সুমন

ড. মইনুল খানের রচনা ও সার্বিক নির্দেশনায় জনপ্রিয় টেলিফিল্ম ‘সুখপাখি’র কুইজ খেলে সবচেয়ে কম সময়ে সর্বাধিক সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ১০ জন। কুইজের প্রথম বিজয়ী হয়েছেন কুমিল্লার মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি ২৮ সেকেন্ডে ৫০ নম্বর পেয়েছেন। পুরস্কারস্বরূপ পেয়েছেন ‘স্যামসাং গ্যালাক্সি এ৫’ মোবাইল।

বিজয়ী বাকি নয়জন পেয়েছেন ৫০০ টাকা করে মোট ৪৫০০ টাকার মোবাইল রিচার্জ।

আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে মোহাম্মদ জাহিদুল ইসলামের হাতে স্যামসাং গ্যালাক্সি এ৫ মোবাইল তুলে দেন এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা।

মুঠোফোন বিজয়ী মোহাম্মদ জাহিদুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার আদর্শনগরে। ২০ বছরের এ তরুণ ভারতের পাঞ্জাবের লুধিয়ানার পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এনটিভি অনলাইন আয়োজিত এ কুইজে বিজয়ী হতে পেরে জাহিদুল বেশ উচ্ছ্বসিত।

বিজয়ীরা হলেন :

১. Md Jahidul Islam - 01941XXX471 (50 নম্বর, ২৮ সেকেন্ডে)

২. Munni - 01752XXX840 (50 নম্বর, ৩০ সেকেন্ডে)

৩. Aminul Islam - 01925XXX598 (50 নম্বর, ৩২সেকেন্ডে)

৪. ZC Hridoy - 01836XXX676 (50 নম্বর, ৩৩ সেকেন্ডে)

৫. নাজমুল হাসান চৌধুরী - 01902XXX610 (50 নম্বর, ৩৪ সেকেন্ডে)

৬. MD ATIQ FAISAL ANTU - 01742XXX069 (50 নম্বর, ৩৪ সেকেন্ডে)

৭. Rubaba Nazia - 01762XXX018 (50 নম্বর, ৩৪ সেকেন্ডে)

৮. Sadman - 01316XXX152 (50 নম্বর, ৩৪ সেকেন্ডে)

৯. Md Anarul Haque - 01745XXX437 (50 নম্বর, ৩৪ সেকেন্ডে)

১০. Atiq Ashef Shovon - 01943XXX126 (50 নম্বর, ৩৫ সেকেন্ডে)

গত ৯ জুলাই, ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কুইজটি শুরু হয়ে ১৪ জুলাই, ২০২০ মঙ্গলবার পর্যন্ত কুইজটি চলমান ছিল এনটিভির ফেসবুক পেজের মেসেঞ্জারে (http://m.me/ntvdigital)

ড. মইনুল খানের রচনা ও সার্বিক নির্দেশনায় জনপ্রিয় টেলিফিল্ম ‘সুখপাখি’ পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। অভিনয় করেছেন আফরান নিশো, পিয়া বিপাশা, অহনা রহমান, শতাব্দী ওয়াদুদ, সোহাগ কাজী, নুসরাত ইমরোজ পাপিয়া, মিঠুসহ অন্যরা। নাটকটি এরই মধ্যে এনটিভির ইউটিউব চ্যানেলে ৫২ লাখের বেশি ভিউ হয়েছে।

এনটিভি অনলাইনের নতুন নতুন কুইজে অংশ নিয়ে পুরস্কার জিততে আমাদের কুইজ বিভাগে (ntvbd.com/quiz) চোখ রাখুন।