রম্য

পেঁয়াজের সাথে আমি দেব না তোমার তুলনা...

Looks like you've blocked notifications!

দাম বাড়তে বাড়তে পেঁয়াজ এখন রীতিমতো ‘বিলাসী’ পণ্যে পরিণত হয়েছে। ঠিক এই সময়ে পেঁয়াজ নিয়ে নানা কাহিনি ঘটছে। কয়েকটি জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।

—কোরবানির ঈদ এলে মানুষ গরু কিনে নিয়ে যাওয়ার সময় অন্যরা জিজ্ঞেস করে, ‘ভাই, কত?’ এখন পেঁয়াজকে নিয়েও সেই একই ঘটনা ঘটছে। বাজার থেকে কেউ পেঁয়াজ কিনে নিয়ে যাওয়ার সময় পথে ‘কত পড়ল, ভাই?’ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

—পেঁয়াজ এখন দামের দিক দিয়ে ডাবল সেঞ্চুরি করেছে। কিন্তু ভাগ্যক্রমে কেউ যদি ১০-২০ টাকা কমে পেঁয়াজ কিনতে পারেন, তবে আশপাশের সবাই বলছেন, ‘ভাই, আপনি জিতেছেন!’

—বর্তমান  বাজারে কেউ এক কেজির বেশি পেঁয়াজ কিনলে অন্যরা অবাক হয়ে বলছে, ‘বলেন কী, এক কেজির বেশি পেঁয়াজ কিনে ফেলেছেন! আপনি ভাই রীতিমতো বড়লোক!’

—অতি উচ্চমূল্যের কারণে অনেকেই পেঁয়াজ কেনা বাদ দিয়েছেন। এ শ্রেণির মানুষের জন্য ‘পেঁয়াজ ছাড়া রান্নার ১০১টি উপায়’ শিরোনামের রেসিপি বই বের করার চিন্তা করছেন অনেক রন্ধনশিল্পী।

—পেঁয়াজ এখন উপমা দিতে ব্যবহৃত হচ্ছে। যেমন : ‘জিনিসপত্রের দাম এখন পেঁয়াজের মতো’, ‘পেঁয়াজের সাথে আমি দেব না তোমার তুলনা...’, ‘আকাশের চাঁদ যেন ঝলসানো পেঁয়াজ’ ‘শিলা কি পেঁয়াজি’ ইত্যাদি।