আমার নাম নিয়ে গণভোট হবে : তৈমুর
বলিউডের হার্টথ্রব নায়ক ও ছোট নবাবখ্যাত সাইফ আলী খান ও নায়িকা কারিনা কাপুর তাঁদের পুত্রসন্তানের নাম ‘তৈমুর’ রেখেছেন।কিন্তু এই ‘তৈমুর’ নাম রাখাকে কেন্দ্র করে ভারতে চলছে বিতর্ক।আর তাই পৃথিবীতে আসার কয়েকদিনের মধ্যে বিতর্কিত হওয়া তৈমুরের মুখোমুখি হয়েছে হাস্যরস। যদিও তৈমুরের এটা প্রথম কাল্পনিক সাক্ষাৎকার, কিন্তু তার কথা বলার স্টাইল দেখে মনে হয়নি সে এখনো কথা বলতে শিখেনি।যাইহোক, সময় নষ্ট না করে সাইফিনার তৈমুরের এক্সক্লুসিভ প্রথম সাক্ষাৎকার পড়ে নিয়ে ইতিহাসের অংশ হই।
হাস্যরস: তোমার নাম রাখাকে কেন্দ্র করে ভারতজুড়ে বিতর্ক হচ্ছে।ব্যাপারটা কীভাবে দেখছ?
তৈমুর : দুনিয়াতে এসে এই রকম পরিস্থিতিতে পড়ব ভাবি নাই।বিশ্বাস করেন আমি এখন রীতিমতো বাকরুদ্ধ।খুঁজ নিয়ে দেখুন, আমি একটাও কথা বলছি না, শুধু সব কিছু দেখছি।
হাস্যরস : এই বিতর্কের অবসান কীভাবে করা যায়?
তৈমুর : ঠিক বলতে পারছি না।তবে সেদিন এক ভদ্রলোককে বলতে শুনলাম, সাইফিনার তৈমুরের নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে গণভোট হবে। দেখা যাক কী হয়!
হাস্যরস: বড় দিনে কী কী করেছ?
তৈমুর : অনেক কিছুই করতে ইচ্ছে হইছিল, কিন্তু এই বয়সে আপনি চাইলেও সব কিছু করতে পারবেন না। তবে আরেকটু বড় হই, তখন খেলা হবে।
হাস্যরস : অবসর সময়ে কী কর?
তৈমুর : অবসর সময় সাধারণত কিছু করি না। আপাতত উপভোগ করার চেষ্টা করি। কেননা কথা বলা শেখবার পরই অভিনয়ে নাম লিখাতে হবে, যেহেতু সাইফিনা দম্পতির সন্তান।
হাস্যরস : এই প্রথম মিডিয়ায় তোমার সাক্ষাৎকার দিয়েছ, তাও বাংলাদেশের হাস্যরসে।অনুভূতি কী?
তৈমুর : সত্যি সত্যি সাক্ষাৎকার দিলে সুন্দর একটা অনুভূতি থাকত। কিন্তু এটা তো কাল্পনিক সাক্ষাৎকার। সুতরাং বুঝতেই পারছেন, এই দাঁতহীন হাসি দেওয়া ছাড়া অনুভূতি বলে আর কিছু নেই।