রম্য
যে কারণে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতবে
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতবে! কেন জিতবে, তা জানুন!
১. ওয়ানডে সিরিজে হেরে বাংলাদেশ এখন ‘আহত বাঘ’। আর জানেন তো, আহত বাঘই সবচেয়ে ভয়ংকর! সুতরাং, কিউই পাখির খবর হ্যাজ!
২. নিউজিল্যান্ডের ঠান্ডা বাংলাদেশের জন্য অন্যতম কঠিন প্রতিপক্ষ। খেলতে নেমে ঠান্ডায় অনেকটা কাবু হয়েছেন সাকিব-তামিমরা। তবে যেহেতু নিউজিল্যান্ডে বেশ কয়েক দিন থাকা হয়ে গেছে, সেহেতু ঠান্ডার সঙ্গে মানিয়েও নিয়েছেন তাঁরা। অতএব, ঠান্ডাকে ডাণ্ডা মেরে টি-টোয়েন্টিতে কিউইদের সানডে-মানডে ক্লোজ করে দেবেন মাশরাফিরা।!
৩. ওয়ানডে সিরিজ হারায় মাশরাফিদের মনে এখন প্রতিশোধের আগুন জ্বলছে বলে ধারণা করা যায়। সেই আগুনে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড ‘পুড়ে ছাই হয়ে যাবে’!
৪. পুরো ওয়ানডে সিরিজ খেলেননি ব্যাটসম্যানদের আতঙ্ক মুস্তাফিজ। সে জন্য সে সিরিজে কিউই ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পেয়ে গেছে! কিন্তু টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই খেলবেন মুস্তাফিজ। এবার জমবে খেলা, কিউই ব্যাটসম্যানরা কাটারে হবে আউলাঝাউলা!