রম্য
সানি লিওন উদার মনের নায়িকা, বললেন শাহরুখ
আগামী কয়েক দিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’। বলিউড বাদশার আপকামিং সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই সবকিছু চিন্তাভাবনা করে হাস্যরসে এইবার সরাসরি শাহরুখ খানের কাল্পনিক সাক্ষাৎকার প্রকাশ করা হলো।
হাস্যরস : সিনেমার নাম ‘রইস’ কেন?
শাহরুখ : এটা জানা যাবে সিনেমা মুক্তি পাওয়ার পর।
হাস্যরস : আগে জানলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে?
শাহরুখ : ভাই, এইটা সিনেমার টুইস্ট। এইটা বলে দিলে তো পাবলিক সিনেমা দেখবে না।
হাস্যরস : আপনি কি করে শিওর হলেন পাবলিক এমনিতে আপনার সিনেমা দেখতে যাবে?
শাহরুখ : হা হা, পাবলিক আমাকে লাইক করে। তাই বললাম সিনেমা দেখতে যাবে।
হাস্যরস : চৌধুরী সাহেব, লাইক দিয়ে পাবলিক বিচার করা যায় না। লাইক তো হিরো আলমও পায়।
শাহরুখ : আমি চৌধুরী নই, খানসাহেব।
হাস্যরস : যে লাউ, সেই কদু। বাংলা সিনেমা করলে এত দিনে নামের পেছন দিকে চৌধুরী লেগে যেত।
শাহরুখ : বলেন কী?
হাস্যরস : কাজের কথায় আসি। বলিউডে এত নায়িকা থাকতে সানি লিওনকে আইটেম গানে নিয়েছেন কেন?
শাহরুখ : সানি লিওন উদার মনের নায়িকা। তাই নিয়েছি।
হাস্যরস : বাকি নায়িকাদের মনে কি ঝামেলা আছে?
শাহরুখ : বাকিরা ঠিক আছে। তবে সানি লিওনের সঙ্গে ব্যাটে-বলে মিলে গেল, তাই সিনেমায় নিয়ে নিলাম।
হাস্যরস : সানি লিওন যদি তাঁর নিজের মুভিতে আপনাকে অফার করে, তাহলে অভিনয় করবেন?
শাহরুখ : কোন ধরনের মুভিতে? ইয়ে মানে গৌরী কিন্তু হাস্যরস নিয়মিত পড়ে। উল্টাপাল্টা প্রশ্ন প্লিজ কইরেন না।
হাস্যরস : আরে ভয়ের কিছু নাই। এইটা কাল্পনিক সাক্ষাৎকার। আপনার স্ত্রী বিশ্বাস করবে না।
শাহরুখ : সরি ভাই। তবে প্লিজ সাক্ষাৎকারে মনে করে লিখবেন এটা কাল্পনিক সাক্ষাৎকার। নতুবা বাসায় যেতে পারব না।
হাস্যরস : ঠিক আছে।