রম্য
সানি লিওনকে আমি চিনি না : সৌরভ গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আবারও আলোচনায়। আর তাই হাস্যরস সেই সুযোগে নিয়ে নিল সৌরভ গাঙ্গুলীর কাল্পনিক সাক্ষাৎকার। আসুন, গরম গরম সাক্ষাৎকারটি পড়ে নিই।
হাস্যরস : (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে বহিষ্কার করা হয়েছে কেন? সানি লিওন ভালো নাচেন, এটা বলা কি অপরাধ?
সৌরভ গাঙ্গুলী : আপনি খেলার সঙ্গে সিনেমা মেশাচ্ছেন কেন? তাঁরা তো সানি লিওন নিয়ে কিছু বলেনি।
হাস্যরস : সানি লিওন নিয়ে তাঁরা কিছু বলেননি, এইটা আপনি শিওর হলেন কী করে?
সৌরভ গাঙ্গুলী : আমি শুনেছি তাঁরা বলেননি।
হাস্যরস : শোনা কথায় কান দিতে নেই। যাই হোক, অন্য প্রসঙ্গে আসি। ভারতে এত লোক থাকতে বিসিসিআইর পরবর্তী সভাপতি পদে সবাই আপনাকে চাইছে কেন?
সৌরভ গাঙ্গুলী : হয়তো তাঁরা আমাকে যোগ্য মনে করেছে।
হাস্যরস : আপনি নিজেকে যোগ্য মনে করেন?
সৌরভ গাঙ্গুলী : হুম। যদিও নিজের ঢোল আমি নিজে পেটাতে পছন্দ করি না।
হাস্যরস : আচ্ছা, সানি লিওনের কোন সিনেমা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?
সৌরভ গাঙ্গুলী : সানি লিওনকে আমি চিনি না।
হাস্যরস : হিরো আলমকে চেনেন?
সৌরভ গাঙ্গুলী : হিরো আলম ভাইকে চিনি। উনার সব মুভি আমি নিয়মিত দেখি।
হাস্যরস : হিরো আলম তো কোনো মুভি করেনি।
সৌরভ গাঙ্গুলী : সরি ভাই। আমি অনন্ত জলিলের মুভির কথা বলছিলাম।
হাস্যরস : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলে বাংলাদেশ ক্রিকেট দলকে কি আপনি ভারতে আমন্ত্রণ জানাবেন?
সৌরভ গাঙ্গুলী : খাল কেটে কুমির আনব কেন? বাংলাদেশ ভারতে গিয়ে ভারতকে বাংলাওয়াশ করতে চায়। সব জানি।
হাস্যরস : হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ।
সৌরভ গাঙ্গুলী : আপনাকেও ধন্যবাদ।