রম্য
মৃত্যুর খবর গুজব, বললেন ইব্রাহিম পাশা
সুলতান সুলেমান সিরিজের ইব্রাহিম পাশার ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, আজ শেষবারের মতো টিভি পর্দায় দেখা যাবে অটোমান সাম্রাজ্যের এ উজিরে আজমকে।
সুলতান সুলেমানের নির্দেশেই হত্যা করা হবে ইব্রাহিম পাশাকে। তাই মৃত্যুর আগেই তাঁর কাল্পনিক সাক্ষাৎকার হাস্যরসে প্রকাশ করা হলো।
হাস্যরস : আজ কি আপনি সত্যি সত্যি মরে যাবেন?
ইব্রাহিম পাশা : স্ক্রিপ্টে তা-ই লেখা। দেখা যাক কী হয়।
হাস্যরস : আপনার মৃত্যু নিয়ে উৎকণ্ঠিত বাংলার ফেসবুক প্রজন্ম। অনেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছে। ব্যাপারটা কীভাবে দেখছেন?
ইব্রাহিম পাশা : ব্যাপারটা স্বাভাবিকভাবেই দেখছি। কারণ, আমি তো আর সত্যি সত্যি মরে যাব না।
হাস্যরস : কে বলছে মরে যাবেন না? আমরা তো জানি আপনি আজ মারা যাবেন।
ইব্রাহিম পাশা : আমি টিভি পর্দায় মারা যাব সত্যি, তবে বাস্তবে না।
হাস্যরস : যাই হোক, অন্য প্রসঙ্গে আসি। সুলেমানের ছোট বউ হুররাম আপনার বিরুদ্ধে চক্রান্ত করল কেন? এইখানে ভারতীয় সিরিয়ালের কোনো প্রভাব আছে?
ইব্রাহিম পাশা : ভারতীয় সিরিয়ালের প্রভাব থাকবে কেন?
হাস্যরস : অনেকে বলে, ভারতীয় সিরিয়াল দেখে নাকি সবাই কুটনামি শিখে। ভাবলাম, হুররাম বুঝি ভারতীয় সিরিয়াল দেখে।
ইব্রাহিম পাশা : আপনার ভাগ্য ভালো, সুলতান সুলেমানকে এই প্রশ্ন করেননি, করলে আজ আমার নয়, আপনার শেষ দিন হইত।
হাস্যরস : ভালো কথা, সুলতান সুলেমানের একটা কাল্পনিক সাক্ষাৎকার নিতে চাই। একটা সুযোগ করে দিন প্লিজ।
ইব্রাহিম পাশা : আপনার মাথা খারাপ? যার নির্দেশে আমাকে হত্যা করা হবে, তাকে হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকারের সুযোগ দিয়ে সেলিব্রেটি করে দেবো?
হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিলেই কি সেলিব্রেটি হয়া যায়?
ইব্রাহিম পাশা : জানি না। তবে হাস্যরসে সাক্ষাৎকার দেওয়ার সময় থেকেই নিজেকে কেন জানি সেলিব্রেটি মনে হচ্ছে।
হাস্যরস : অটোমান সাম্রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো আপনি হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকারের সুযোগ পেয়েছেন। কেমন লাগছে?
ইব্রাহিম পাশা : এটা শুধু আমার জন্য নয়, আমাদের গোটা অটোমান সাম্রাজ্যের জন্য গর্বের বিষয়। আমার অনেক ভালো লাগছে।
হাস্যরস : আপনার মৃত্যু নিয়ে ভক্তদের উদ্দেশে কিছু বলুন?
ইব্রাহিম পাশা : আমার মৃত্যু নিয়ে চিন্তার কোনো কারণ নাই। শেষ পর্যন্ত দেখেন কী হয়। এমনও হতে পারে, মৃত্যুর খবর গুজব।
হাস্যরস : গুজব হতে যাবে ক্যান?
ইব্রাহিম পাশা : সেলিব্রেটিদের নিয়ে তো অনেক গুজব বের হয়। যাই হোক, বলা যায় না এইটাও যদি গুজব হয়, হা হা হা।
হাস্যরস : মজা নিচ্ছেন?
ইব্রাহিম পাশা : আপনি নিতে পারেন, আমি নিলে দোষ?