রম্য
‘শয়তান’ নিরব সালমানকে নিয়ে যা বললেন
বলিউডে অভিষেক ঘটেছে বাংলাদেশের অভিনেতা নিরব হোসেনের। ‘শয়তান’ নামক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। সে ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে। এমন পরিপ্রেক্ষিতে নিরবের সম্পূর্ণ কাল্পনিক একটি সাক্ষাৎকার হাস্যরস বিভাগের পাঠকদের জন্য!
প্রশ্ন : কেমন আছেন?
নিরব : হট অ্যান্ড কুল!
প্রশ্ন : কী বলেন! একইসঙ্গে উত্তপ্ত ও শীতল!
নিরব : হয়েছে কি, এখন দিনে গরম লাগে আর রাতে একটু ঠান্ডা লাগে। ব্যস, দুটো মিলে হট অ্যান্ড কুল!
প্রশ্ন : ওহ, এবার বুঝা গেছে। তা বলিউডের রঙিন দুনিয়ায় তো আপনার অভিষেক ঘটে গেল...
নিরব : এই আর কি...
প্রশ্ন : এই আর কি মানে! এটা তো বিরাট খুশির খবর!
নিরব : হ্যাঁ, এই আর কি…
প্রশ্ন : ভাই সাহেবের কি ‘এই আর কি’ বলার রোগ আছে?
নিরব : না মানে এই আর কি...
প্রশ্ন : বুঝছি! আচ্ছা, বলিউডে অভিনয় করতে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা হয়েছে?
নিরব : সালমান খানের সঙ্গে দেখা হওয়ার কী আছে! সালমানের সঙ্গে দেখা করার কিচ্ছু নাই!
প্রশ্ন : বলছেন কি! সালমানের সঙ্গে দেখা করা কিছুই নাই?!
নিরব : হুম, কিছুই না। শুনেন, সালমান শুধু হিন্দি সিনেমায় অভিনয় করেন। আর আমি বাংলা, হিন্দি দুই ধরনের সিনেমার অভিনেতা। সো, দেখা যদি করতেই হয়, তবে সালমানই আমার সঙ্গে করবেন। সিম্পল!
প্রশ্ন : ইয়ে মানে ভাইজান, আপনার কথা শুনে প্রশ্ন হারিয়ে গেছে! অতএব সাক্ষাৎকার এখানেই শেষ!