রম্য
বাংলাদেশকে হারাতে উইকেটে পানি?
খেলার মাঠে জেতার জন্য বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ দলের মতোই মরিয়া ছিল নিউজিল্যান্ড। টেস্টে যেমন জয়ের জন্য আইন মেনেছে এবং প্রয়োজনে ভেঙেছেও স্বাগতিকরা। অভিযোগ উঠেছে, চতুর্থ দিনের খেলা শেষে বেআইনিভাবে উইকেটে পানি দিয়েছিলেন বেসিন রিজার্ভের কিউরেটর, যেন ব্যাটিংয়ে সমস্যার মুখে পড়ে বাংলাদেশ। হলো তাই। প্রিয় পাঠক, কীভাবে তারা পানি দিয়েছে উইকেটে, সেটা আমরা কেউ জানি না। কিন্তু এ ব্যাপারে পাঠকের আগ্রহের শেষ নেই। তাই পাঠক চাহিদার কথা চিন্তা করে হাস্যরস এবারের কাল্পনিকভাবে তদন্ত করে উইকেটে পানি দেওয়ার ব্যাপারে কিছু তথ্য পেয়েছে। আসুন, সময় নষ্ট করে জেনে নিই।
ভয়
প্রথম ইনিংসে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করায় ভয় পেয়ে গেছিল নিউজিল্যান্ড টিমের ক্রিকেটাররা। তাই অনেকে ভয়ে ভিজিয়ে দিয়েছে মাঠ। সেই জন্য ভেজা মাঠে খেলতে পারেনি বাংলাদেশ।
আবেগ
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং এতটাই ভালো করছিল যে নিউজিল্যান্ড ক্রিকেটাররা আবেগে কেঁদে মাঠে কান্না করছিল। সে জন্য কান্নার পানিতে মাঠ ভিজে গেছিল, তাই বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে পারেনি।
ঘাম
প্রথম ইনিংসে সাকিব ও মুশফিকের ব্যাট করে মাঠের বাইরে বারবার পাঠানো বল কুড়িয়ে আনতে নিউজিল্যান্ড টিমের ক্রিকেটারদের ঘাম বের হয়েছে। এতেই মাঠ ভিজে যায়, তাদের ঘামে। বুঝতেই পারছেন, কেন বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারেনি সেকেন্ড ইনিংসে।